অল ইন্ডিয়া ইন্টার জোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় রুপোর পদক জিতল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কিশোর শেখ কৈফ মোহাম্মদ। তার এই সাফল্য কেন্দ্র করে গর্বিত নারায়ণ গড়ের মানুষ। রুপোর পদক জিতে বাড়ি ফিরেছে সে। খুশিতে আত্মহারা তার মা বাবা এবং পরিবার পরিজনরা।