পূর্বস্থলী ২: প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় মর্মান্তিক মৃত্যু বালকের, সটডাঙ্গা ভিডিও হল পাড়ার ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্য
পূর্বস্থলীতে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়াল সিসিটিভি ফুটেজ প্রকাশে। রবিবার সকালে সেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোকের আবহ আরও ঘন হয়েছে ধীতপুর ভিডিওহলপাড়ায়। শুক্রবার বিকেল সাড়ে তিনটা নাগাদ দুর্ঘটনায় প্রাণ হারায় ছয় বছরের সৌমজিৎ দাস। স্থানীয় সরডাঙ্গার বাসিন্দা, পেশায় সবজি বিক্রেতা গণেশ দাসের একমাত্র ছেলে সৌমজিৎ সেদিন মামার বাড়ির সামনে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা দেখতে দাঁড়িয়েছিল।