সিমলাপাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার বনকাটা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা। দলের আগামী দিনের সংগঠনের রূপরেখা ও পরিকল্পনা নিয়ে বিশদে আলোচনা হয় এদিন। সভায় উপস্থিত ছিলেন সিমলাপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা সুরজিৎ পাঠক। দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের বিস্তার, গ্রাসরুট স্তরে কাজের গতি বৃদ্ধি ও বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন—এই বিষয়গুলিকেই প্রধান্য দেওয়া হয় সভায়।