মোহনপুর: রোটারি ক্লাব অব আগরতলার সহযোগিতায় হাওড়া নদীর তীরে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের বৃক্ষরোপণ
হাওড়া নদীর তীরে বৃক্ষরোপণ উৎসব করল আগরতলা স্মার্ট সিটি লিমিটেড । সহযোগিতায় রোটারি ক্লাব অব আগরতলা। এই অনুষ্ঠানে আগতলা স্মার্ট সিটি প্রকল্পের সিইও শৈলেশ কুমার যাদব জানান, আগামী দিনে আগরতলা শহরে এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি আরো সংঘটিত করা হবে।