কাঞ্চনপুর: কাঞ্চনপুর জুডো এসোসিয়েশনের কক্ষে বিশ্ব জুডো দিবস পালন করা হয়
জুডোর প্রতিষ্ঠাতা জিগোরো কানোর ১৬৫তম জন্ম বার্ষিকী দিনটিকে উপলক্ষ্য করে মঙ্গলবার কাঞ্চনপুর জুডো এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব জুডো দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর জুডো এসোসিয়েশনের সভাপতি অরুণ নাথ, সিনিয়র পিআই মানিক লাল দেব, কাঞ্চনপুর মহকুমা ক্রীড়া অফিসার এর.সাইলো সহ কাঞ্চনপুর জুডো এসোসিয়েশনের টি.এস.সি প্রসেনজিৎ বড়ুয়া, জুডো কোচ পিঙ্কি চাকমা।