বলরামপুর: দুর্গাপূজার প্রাক মুহূর্তে বলরামপুর শহরের রাস্তায় দাঁশায় নাচে মাতলেন সাঁওতাল যুবকরা
দুর্গা পূজার প্রাক মুহূর্তে বলরামপুর শহরের রাজপথে দাঁশায় নাচ।বৃহস্পতিবার দুপুর নাগাদ সেই দৃশ্য দেখা গেলো বলরামপুর শহরের টাটা রোডে। যেখানে একদল সাঁওতাল যুবক মাথায় এবং হাতে ময়ূর পালক বেঁধে সুসজ্জিত হয়ে তাদের প্রাচীন ঐতিহ্যবাহী দাঁশায় নাচ প্রদর্শন করে সারা বলরামপুর শহর পরিক্রমা করেছেন।