সিউড়ি ১: বিশ্বকর্মা পূজা উপলক্ষে সিউড়ির মৌমাছি কালী মন্দির চত্বরে নিজের নিজের গাড়ি পুজো করাতে ভিড় সকাল থেকে
Suri 1, Birbhum | Sep 17, 2025 বুধবার দিন বিশ্বকর্মা পূজা উপলক্ষে সিউড়ির মৌমাছি কালী মন্দির চত্বরে নিজের নিজের মোটরসাইকেল, গাড়ি ও সাইকেল পুজো করানোর জন্য উপস্থিত হয়। সকাল থেকে নিয়ম মেনেই মৌমাছি কালী মন্দির চত্বরে সেই পুজো করানো হলো।