ইটাহার: ইটাহার হাই স্কুল প্রাঙ্গণে MLA কাপ আর্ম রেসলিং চাম্পিয়নসিপে প্রতিযোগি ইটাহারের BDO, উপস্থিত MLA
সরকারি কাজের পাশাপাশি এবার এমএলএ কাপ আর্ম রেসলিং চাম্পিয়ন সিপে প্রতিযোগী ইটাহারের বিডিও দিব্যন্দু সরকার। পাশাপাশি এই মঞ্চে মুখোমুখি পাঞ্জা লড়তে দেখা যায় বিধায়ক ও বিডিওকে। বুধবার ইটাহার হাই স্কুল প্রাঙ্গণে এমএলএ কাপ আর্ম রেসলিং প্রতিযোগিতার আয়োজন করেন ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন। ইটাহার তথা জেলায় এই প্রথম অনুষ্ঠিত হল আর্ম রেসলিং চাম্পিয়নসিপ। প্রতিযোগিতায় অনলাইনে আবেদন করে উত্তর দিনাজপুর জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলার প্রায় ৫০ জন প্রতিযোগি অংশ নেন।