হীড়বাঁধ ব্লকের নদা কমিউনিটি হলে ধান ক্রয় কেন্দ্র (CPC) পরিদর্শনে উপস্থিত হলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী ও রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মাণ্ডি। খাদ্য নিয়ামক অফিসার ও মহকুমা খাদ্য নিয়ামক অফিসারদের সঙ্গে তিনি কৃষকদের সঙ্গে সরাসরি কথোপকথন করেন। ধান বিক্রির প্রক্রিয়া, সুবিধা ও সমস্যার বিষয়ে বিস্তারিত শোনেন তিনি। প্রতিমন্ত্রীর আশ্বাস— স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় কৃষকদের ন্যায্য সহায়ক মূল্য নিশ্চিত করবে সরকার।