রামপুরহাট ১: রামপুরহাট শহরের উত্তারায়ান ক্লাবের দক্ষিণা কালীর প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা অনুষ্ঠিত হলো বুধবার
প্রতিবছরের ন্যায় এ বছরও রামপুরহাট শহরের উত্তারায়ান ক্লাবের দক্ষিণা কালীর প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা যাক জমক ভাবে অনুষ্ঠিত হলো। বুধবার সন্ধ্যে সাতটা থেকে শুরু হয় প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা, গোটা রামপুরহাট শহর পরিক্রমা করে এই শোভাযাত্রা, শোভাযাত্রা দেখতে সাধারণ শহরবাসীর ভিড় ছিল রাস্তায় চোখে পড়ার মত।