পুরুলিয়া ১: বেলগুমা হাইস্কুলে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত দেবাংশু ,লক্ষ্য আগামী বিধানসভা নির্বাচন
বিধানসভা ভোটকে সামনে রেখে পুরুলিয়া কাঁপাতে ময়দানে দেবাংশু চলছে চারিদিকে বিজয়া সম্মেলনে এই বিজয়া সম্মিলনীকে হাতিয়ার করে ময়দানে তৃনমূল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসবের রেষ কাঁটতে না কাঁটতে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিজয়া সম্মিলনী। সেই উপলক্ষে এদিন বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত বেলগুমা হাই স্কুলের অনুষ্ঠিত হল তৃনমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী। । প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য।