পাথরপ্রতিমা: শ্যামা পূজো উপলক্ষে ১৬ দলের নক আউট সোনার ট্রফি ফুটবল প্রতিযোগিতা পাথর প্রতিমার বেনেপাড়া জুনিয়ার হাই স্কুল মাঠে
শ্যামাপূজো উপলক্ষে ভাজনা বেনে পাড়া বিবাদী সংঘের উদ্যোগে ২দিনের সোনার ট্রফি ফুটবল প্রতিযোগিতা আজ অর্থাৎ ২৫ শে অক্টোবর গভীর রাতে শেষ হয় পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ গঙ্গাধরপুর গ্রামপঞ্চায়েতের বেনেপাড়া জুনিয়র হাই স্কুল মাঠে, জয়ী দলের খেলোয়ারদের হাতে সোনার ট্রফি ও নগদ টাকা তুলে দেন বিধায়ক, বিজিত দলের খেলোয়ারদের হাতে রুপোর টফি ও নগদ টাকা তুলে দেওয়া হয়েছে,