রাজগঞ্জ: বকেয়া বেতনের দাবিতে বাগরাকোট চাবাগানের ফ্যাক্টরি অফিসের সামনে চাবাগানের কাজ বন্ধ রেখে আমরণ অনশণে বসল শ্রমিকেরা
তিনমাসের বকেয়া বেতনের দাবিতে মালিব্লকের বাগরাকোট চাবাগানের ফ্যাক্টরি অফিসের সামনে চাবাগানের কাজ বন্ধ রেখে আমরণ অনশণে বসল শ্রমিকেরা। এই বকেয়া বেতনের দাবিতে এর আগে চাবাগানের ম্যানেজারকে ঘেরাও করা হয়েছিল। এছাড়াও বেশ কয়েকবার বিক্ষোভ দেখিয়ে ছিল।এমনকি মাল এসিস্ট্যান্ট লেবার কমিশনারে দপ্তরে এসে ডেপুটেশন দিয়েছিল শ্রমিকেরা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।বেতন না পেয়ে শ্রমিকদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। এরপরই একপ্রকার বাধ্য হয়ে এদিন সকাল থেকে আমরণ অনশণে বসে পড়ে।