হাড়োয়া: দামোদর নিয়ম সেবা মাস উপলক্ষে আটপুকুর থেকে খাসবালান্দা পর্যন্ত গ্ৰাম পরিক্রমা ও নগর কীর্তন
দামোদর নিয়ম সেবা মাস উপলক্ষে হাড়োয়া ব্লকের খাসবালান্দা অঞ্চল এবং আটপুকুর অঞ্চল সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে শুক্রবার সকাল সাতটা নাগাদ আটপুকুর থেকে গ্রাম পরিক্রমা এবং নগর কীর্তন -এর আয়োজন করা হয়।গ্ৰাম পরিক্রমা আটপুকুর থেকে শুরু হয়, তারপর কচুরহুলা ,রায়খাঁ,গোরেরডাঙ্গা,বাসাবাটি রাধাগোবিন্দ মন্দির পরিক্রমা করে খাসবালান্দা এলাকায় এসে সমাপ্ত হয়। অনুষ্ঠানে শতাধিক কৃষ্ণ ভক্তদেরর উপস্থিতি এবং হরিনামে মুখরিত হয় এলাকা।