নয়াগ্রাম: নয়াগ্রামের তপোবন এলাকায় দাঁপিয়ে বেড়ালো দলছুট দুটি দাঁতাল হাতি,নষ্ট ৭ কাঠা জমির ধান চাষ, মাথায় হাত চাষীদের
শুক্রবার রাত্রে নয়াগ্রামের তপোবন এলাকায় দাঁপিয়ে বেড়ালো দলছুট দুটি দাঁতাল হাতি। জানা গেছে,দাঁতাল দুটি হাতির তাণ্ডবে নষ্ট প্রায় ৭ কাঠা জমির ধান চাষ। জানা গেছে খাবারের সন্ধানে দুটি দলছুট দাঁতাল হাতি জঙ্গল ছেড়ে লোকালয়ের ধান চাষের জমিতে তান্ডব চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হুলা পার্টির সদস্যরা। এলাকার বাসিন্দাদের বক্তব্য বছরের বেশিরভাগ সময় দাঁতাল হাতির তান্ডব অব্যাহত।