কাটোয়া ১: কাটোয়ায় অভিনব কায়দায় প্রতারণা! সরকারি অনুদানের টোপে ফেলে বৃদ্ধার থেকে সোনার গয়না হাতিয়ে উধাও প্রতারক
এক বৃদ্ধা-বৃদ্ধ কে বোকা বানিয়ে,অভিনব কায়দায় বিদ্যার থেকে হাতিয়ে নেয়া হলো গলার হার, কানের দুল, সহ সোনার বিভিন্ন গহনা। ছেলের বাড়ি বর্ধমানে যাবে বলে কেতুগ্রামের ভীরুমপুর এলাকার বাসিন্দা রক্ষাময়ী সর এবং তার স্বামী মনোহর সর। কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে বর্ধমানের ট্রেন ধরবেন বলে এসেছিলেন আজ মঙ্গলবার সকালে। হঠাৎই তাদের সাথে দেখা হয় এক ব্যক্তির সরকারি অনুদান দেয়া হচ্ছে কাকু ৩০০০০ টাকা! আপনারা কি তা পেয়েছেন?