মুরারই ১: গোড়শা গ্রামের সর্বজনীন লক্ষী মন্দিরে লক্ষ্মী পুজোর জোর কদমে চলছে প্রস্তুতি, বসবে গ্রামে মেলাও
আগামীকাল অর্থাৎ 6 অক্টোবর লক্ষ্মীপূজো। মুরারই এক নম্বর ব্লকের গোড়শা গ্রামের বহু প্রাচীন লক্ষ্মীপূজো। যুগ যুগ ধরে চলে আসছে গ্রামে লক্ষ্মীপুজো। গ্রামে রয়েছে সর্বজনীন লক্ষ্মী মন্দির। লক্ষ্মীপূজো উপলক্ষে গ্রামের মন্দির প্রাঙ্গণে বসে দুদিনের মেলা। মন্দিরে চলছে লক্ষ্মী প্রতিমা গড়ার কাজ পাশাপাশি মন্দির প্রাঙ্গনে মেলা বসার চলছে প্রস্তুতি। এদিন পাঁচ অক্টোবর রবিবার সকালের দিকে শেষ চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়।