বলরামপুর: বলরামপুর ফরেস্ট কার্যালয়ের শ্যামা পুজোয় উপস্থিত ডিএফও পুরুলিয়া
প্রায় ত্রিশ বছর ধরে ঐতিহ্যবাহী মা কালীর পুজো ও দীপাবলি উৎসব পালিত হয়ে আসছে বলরামপুর ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে। পূজার এই দিনটিতে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সহিত বলরামপুর রেঞ্জ অফিসের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত কর্মী এবং আধিকারিকেরা মা কালীর আরাধনায় ব্রতী হন।উপস্থিত পুরুলিয়া ডিএফও অঞ্জন গুহ।