সিউড়ি ১: হাটজন বাজার কলনিতে ১৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে SIR নিয়ে সচেতনতা সভার আয়োজন
রবিবার দিন সিউড়ির হাটজন বাজার কলনিতে ১৮ নাম্বার ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে SIR নিয়ে একটি সচেতনতা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে ১৮ নম্বর ওয়ার্ডের সকল বাসিন্দাদের সেই বিষয়ের সচেতন করার জন্যই এদিন সেই সভার আয়োজন করা হয়।