মন্তেশ্বর: সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে সাতগেছিয়া বাজারে প্রতিবাদ মিছিল ও সভা
বুধবার বিকালে ভারত জাকাত মাঝি পরগনা মহলের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে সাতগেছিয়া বাজারের একটি প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি হল। প্রতিবাদ মিছিলটি সাতগেছিয়ার ঝিকরা মোড় থেকে শুরু হয়ে মেমারি মন্তেশ্বর এবং কালনা বর্ধমান রোড পরিক্রমণ করে সাতগেছিয়া চৌমাথা অবরোধ করে চলে কর্মসূচি।