ঝাড়গ্রাম: পুকুরিয়ার কুন্ডলডিহি গ্রামে বাঁধনা পরবের আগে গ্রামবাসীরা মেতে উঠেছে চোকপুরা অনুষ্ঠান পালনে
বুধবার বিকেলে চোকপুরা অনুষ্ঠান মেতে উঠলো পুকুরিয়ার কুন্ডলডিহি গ্রামে । এই উৎসব উপলক্ষে পাড়ার মূল রাস্তা থেকে বাড়ির গোয়ালঘর সহ সমস্ত আঙিনা জুড়ে এক ধরনের আলপনা আঁকা হয়। এটাই হল 'চোকপুরা' অনুষ্ঠান। আতপ চালের গুঁড়িকে 'পানিয়া'লতার পিচ্ছিল রসে ভেজানো জলে গুলে চটচটে করে তোলা হয়। সেই গুঁড়িতে হাতের পাঁচ আঙুল ডুবিয়ে খুব দ্রুত হাত নেড়ে নেড়ে নানা রকমের ক্রসমার্কা চৌকো ঘর ও বিভিন্ন লতাপাতার ছবির আলপনা আঁকা হয়।