ভাঙড় ১: কালী পূজা কমিটিগুলোকে নিয়ে মিটিং করলেন কে এল সি থানার ওসি দীপঙ্কর বিশ্বাস
আজ অর্থাৎ শনিবার রাত ৮ টা নাগাদ কে এল সি থানার অন্তর্গত পারমিশন দেওয়া কালী পূজা কমিটিগুলোকে নিয়ে মিটিং করলেন কে এল সি থানার ওসি দীপঙ্কর বিশ্বাস।এলাকায় যাতে কোনোরূপ বিশৃঙ্খলা না দেখা দেয় সেদিকে যেমন দায়িত্ব সহকারে কমিটি গুলি দৃষ্টি রেখে থানার সঙ্গে যোগাযোগ বজায় রাখে পরামর্শ দেন, অপরদিকে উচ্চ শব্দ যুক্ত আতশ বাজি যেন না ফাটানো হয় সেদিকেও থাকবে প্রশাসনের সজাগ দৃষ্টি সে বিষয়েও অবগত করানো হয়।