সিউড়িতে জেলা শাসকের অফিসে উপস্থিত হয়ে বীরভূম জেলার নতুন জেলা শাসক ধবল জৈন কে সংবর্ধনা জানালেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। সোমবার দিন এমনটাই ছবি ধরা পড়েছে সিউড়ির প্রশাসন ভাবনে।
সিউড়ি ১: বীরভূম জেলার নতুন জেলাশাসক ধবল জৈন কে সংবর্ধনা জানালেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় - Suri 1 News