রায়না ১: রায়নায় উমাকে বিদায় জানিয়ে সিঁদুর খেলায় মাতলেন নারীশক্তির মহিলারা
বৃষ্টিকে উপেক্ষা করে সিঁদুর খেলায় মাতলেন শ্যামসুন্দরের নারীশক্তি,একাদশীর সকাল জুড়ে বৃষ্টি উপেক্ষা করেই রঙ ছড়াল আবেগ, আনন্দ আর চোখের জল। পূর্ব বর্ধমান জেলার রায়না থানার শ্যামসুন্দর সুভাষপল্লী নারীশক্তি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যারা সিঁদুর খেলায় মাতলেন এবং সেই সঙ্গে বিদায় জানালেন মা উমাকে। বৃষ্টিতে ভিজে হলেও দেবী বিদায়ের আচার মেনে গ্রামবাসী জানালেন আবার এক বছরের অপেক্ষা, তারপরেই আবার ফিরে আসবেন মা আনন্দে ভরিয়ে তুলতে।