ভাঙড় ১: ভাঙ্গড়ের নাবালিকাকে শীলতাহানীর অভিযোগ এক প্রতিবেশীর বিরুদ্ধে,ঘটনায় চাঞ্চল্য এলাকায়
আজ অর্থাৎ মঙ্গলবার বিকাল ৩ টে নাগাদ ভাঙ্গড় বামন ঘাটা পাত্রপাড়ায় নাবালিকাকে শীলতাহানীর অভিযোগ এক প্রতিবেশীর বিরুদ্ধে।স্থানীয়দের আভিযোগ সকালে ফুল তুলতে গিয়ে ওই প্রতিবেশী তাকে জোরপূর্বক ঘরের মধ্যে নিয়ে গিয়ে অশ্লীল কাজকর্ম করে,এরপর বাড়িতে ফিরে ওই নাবালিকা পরিবারকে জানায় এবং প্রতিবেশীরা একত্রিত হয়ে ওই ব্যক্তি বাড়িতে চড়াও হয়,এবং প্রশাসনের ওপরেও ক্ষোভ উগরে দেয়, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।