মেখলিগঞ্জ: মেখলিগঞ্জের তিস্তা পয়স্তিতে অস্বাভাবিক ভোট বৃদ্ধিতে চাঞ্চল্য
মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ২৫ তিস্তা পয়স্তি গ্রাম। নদী সংলগ্ন এ-ই গ্রামের কিছুটা অংশ রয়ে গিয়েছে চরে। সেই চরেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। নদী পথে কাঁটাতারের বেড়া নেই। কার্যত এক্কেবারেই উন্মুক্ত সেই সীমান্ত। এপারে নদীর বাঁধে নিরাপত্তায় মোতায়েন থাকে বিএসএফ। সেই চরে অস্বাভাবিক হারে ভোটার সংখ্যা বৃদ্ধি হয়েছে বলে অভিযোগ তুলছেন বিজেপি নেতৃত্বরা। এ-ই নিয়ে তাঁরা কমিশনে অভিযোগ জানানোর কথাও জানিয়েছেন।