গঙ্গাজলঘাটি: মাঠের ফসল বাঁচাতে আজও রামকানালী গ্রামে হয়ে আসছে,১২৬ বছরের প্রাচীন গজলক্ষীর পুজো
হাতির হাত থেকে ফসল বাঁচাতে গজ লক্ষীর আরাধনা।গঙ্গাজলঘাটি ব্লকের রামকানালি গ্রামে আগে হামেশাই হাতির দল ঢুকে মাঠের ফসল নষ্ট করে দিত।সেই ফসল বাঁচাতে গ্রামের মানুষ শুরু করেন গজলক্ষির আরাধনা। প্রাচীন রীতিনীতি মেনে ও বিশ্বাস করেই এই গ্রামের মানুষজন লক্ষী পুজো মেতে ওঠেন।তবে আর পাঁচটা লক্ষী মত মেলে না রামকানালী গ্রামের লক্ষী পুজো।এই গ্রামের লক্ষী হাতির পিঠে চেপে থাকেন,গ্রামে লোকজন তাই নামকরণ করেছেন।১২৬ বছরের এই পুজো এখনো চলে আসছে।