মহম্মদবাজার: আলিনগর গ্রাম সহ একাধিক জায়গায় SIR এর ফর্ম ফিলাপ করা হচ্ছে একতা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে
মহম্মদ বাজার ব্লকের অন্তর্গত আলিনগর গ্রাম সহ একাধিক জায়গায় ক্যাম্প করে একতা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সাধারণ মানুষের সুবিধার্থে SIR এর ফর্ম ফিলাপ করা হচ্ছে। রবিবার দিন এমনটাই ছবি ধরা পড়েছে আলিনগর গ্রামে।