পুরুলিয়া ১: ২০২২ সালে আদ্রার শুট আউট এর ঘটনায় গ্রেফতার মূল পান্ডা, সাংবাদিক সম্মেলন করে পুলিশ লাইন থেকে জানালেন পুলিশ সুপার
পুরুলিয়া আদ্রা থানা এলাকায় ২২শে জুন ২০২২ সালে সন্ধেবেলায় একটা শুট আউটের ঘটনা ঘটে সেখানে তৎকালিন আদ্রা তৃণমুলের শহর সভাপতি ছিলেন ধনঞ্জয় চৌবে তিনি দুষ্কৃতিদের হাতে খুন হন। সেই খুনের মুল পান্ডা পিন্টু ঘোষ সহ দুজন গ্রেফতার করে গতকাল পুলিশ সেই বিষয়ে বিস্তারিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানালেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পুলিশ লাইন থেকে এদিন দুপুরে।