চাঁচল ২: মালতিপুর মাদ্রাসায় নতুন হোস্টেল – কোটি টাকা ব্যয়ের পরও উদ্বোধনেই বেহাল দশা; দুর্নীতির অভিযোগে সরব বিজেপি
কোটি টাকা ব্যায় করে মাদ্রাসায় ছাত্রীদের জন্য হোস্টেল নির্মাণ। কিন্তু উদ্বোধনের দিনে নবনির্মিত ভবনের বেহাল দশা সামনে। দেওয়ালে ফাটল। কাঠের নতুন আসবাবপত্রে ফাটল। নতুন জানালার কাঁচ ভাঙা। নিম্নমানের কাজ হয়েছে তা স্পষ্ট। বড় দুর্নীতির ছায়া। সংশ্লিষ্ট দপ্তরকে লিখিত অভিযোগ মাদ্রাসা কর্তৃপক্ষের।এই ঘটনা সামনে আসতেই তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপির। কাজ খারাপ হলে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ হবে দাবি তৃণমূলের।