শনিবার সন্ধ্যায় শ্যামনগর পিনকল এলাকায় গাড়ির সিট তৈরির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ভষ্মীভূত হয় দোকানসহ একটি ছোট বাস সেই ঘটনার তদন্তে নেমে নোয়াপাড়া থানার পুলিশ শ্যামনগর পিনকল এলাকা থেকে অভিজিৎ দাস নামের এক ব্যক্তিকে আটক করেন রবিবার তাকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে।