ক্যানিং ২: 'দুই ফজা ধর্মীয় ভাবাবেগ তৈরি করে সংখ্যালঘুদের অনেক বড় স্বপ্ন দেখিয়েছিলেন' কাদের ইশারা করলেন শওকত মোল্লা?
নিজের বিধান সভায় প্রতিবাদ সভার আগে জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন বিধায়ক শওকাত মোল্লা।আগামী 20ই সেপ্টেম্বর সিংহেশ্বর বাজার থেকে বেহুলাবাড়ি বাজার পর্যন্ত এক বিরাট প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে ,তাঁরই সমর্থনে আজ অর্থাৎ বুধবার রাত ন'টা নাগাদ বেহুলাবাড়ি বাজারে ক্যানিং পূর্ব বিধানসভার সারেঙ্গা বাদ অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে প্রস্তুতি সভা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।