হাড়োয়া ব্লকের শালিপুর অঞ্চলের আই এস এফ দলের নব নির্বাচিত অঞ্চল কমিটি গঠন হল শনিবার রাত নটা নাগাদ।সর্ব সম্মতিক্রমে অঞ্চল সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আরশাফ, অঞ্চল সম্পাদক হয়েছেন মোঃ লাল্টু এবং কোষাধ্যক্ষ মোঃ কাশেম। উপস্থিত ছিলেন হাড়োয়া বিধানসভার আই এস এফ দলের ইনচার্জ পিয়ারুল ইসলাম সহ অন্যান্য আই এস এফ নেতৃত্ব।এ বিষয়ে কি বললেন পিয়ারুল ইসলাম শুনুন।