বাগদা: গাড়ির এক্সিডেন্টের ঘটনায় বাগদা এলাকা থেকে গাড়ি ড্রাইভারকে গ্রেফতার করলো বাগদা থানার পুলিশ
গাড়ির এক্সিডেন্টের ঘটনায় বাগদা এলাকা থেকে গাড়ি ড্রাইভারকে গ্রেফতার করলো বাগদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি বছরের আগস্ট মাসের ২৩ তারিখে বাগদা এলাকায় গাড়ির অ্যাক্সিডেন্টের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। ওইদিনই বাগদা থানায় অভিযোগ দায়ের হয়। তারপর থেকেই পুলিশের খোঁজ চালাচ্ছিল, গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিশ গতকাল রাতে বাগদা এলাকা থেকে এই গাড়ির চালক কে গ্রেফতার করে। ঘৃতকে আজ দুপুর একটা নাগাদ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।