কাটোয়া ২: একাদশীর দিন সন্ধ্যায় দাঁইহাটের রাজপথ জুড়ে বিভিন্ন দেবী প্রতিমার শোভাযাত্রা
দুর্গোৎসবের সমাপন পর্বে একাদশীর দিন দাঁইহাটের রাজপথ জুড়ে বেজে উঠল বিদায়ের সুর। শুক্রবার সন্ধ্যা ছটা বাজতে না বাজতেই দাঁইহাট বাজার ও সুভাষ রোড ভরে উঠল প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায়। একে একে বিভিন্ন পূজা কমিটি ও বনেদি বাড়ির দেবী প্রতিমা যোগ দেয় দীর্ঘ মিছিলের সারিতে। ঢাকের বাদ্য, আলো ঝলমলে সজ্জা আর ভক্তিমুখর সঙ্গীতের আবহে মেতে ওঠে চারপাশ। দেবী বিদায়ের মুহূর্তে মানুষের চোখে-মুখে ধরা পড়ে মিশ্র আবেগ—একদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে বেদনার সুর।