দেগঙ্গা: পথশ্রী চার প্রকল্পে দেগঙ্গার আবজানগর থেকে গোবেরিয়া পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক রবিউল ইসলাম
পথশ্রী চার প্রকল্পে একটি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন হল দেগঙ্গা ব্লকের হাদিপুর ঝিকরা দুই গ্রাম পঞ্চায়েতে। দক্ষিণ আবজনগর মসজিদ থেকে গোবেরিয়া পর্যন্ত চার কিলোমিটার পাকা রাস্তা হবে। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে রাস্তাটি তৈরি করতে ব্যয় হবে প্রায় 91 লক্ষ টাকা। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ রাস্তার উদ্বোধন করেন হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলাম। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রবিউল ইসলাম, দেগঙ্গার বিডিও ফাহিম আলম, পঞ্চায়েত প্রধান শাহাবুদ্দি