আউশগ্রাম ১: শুরু হল বননবগ্রাম বাউল আশ্রমে বাউল ফকিরি মেলা, বাংলা নাটক ডট কমের বার্ষিক বাউল–ফকিরি মেলা এবার পা রাখল ১৫ বছরে
বাংলা নাটক ডট কমের বার্ষিক বাউল–ফকিরি মেলা এবার পা রাখল ১৫ বছরে। ২০১০ সালে নাদিয়ার করিমপুর ব্লকের গোরভাঙ্গা গ্রামে প্রথম শুরু হওয়া এই মেলা এখন হচ্ছে আউশগ্রামের বননবগ্রাম বাউল আশ্রমে। শুক্রবার থেকে শুরু হওয়া তিনদিনের এই সাংস্কৃতিক মিলনমেলা চলবে ২৩ শে নভেম্বর পর্যন্ত। এদিন আনুমানিক বিকাল ৫টা নাগাদ ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়। এদিন ভোরের আলোয় প্রভাতী গানের সঙ্গে গ্রামের পথে হাঁটা দিয়ে মেলার পর্দা ওঠে। পরে আখড়ায় গোষ্ঠগান সহ নানা ধরনের বাউল সংগীত পরিবেশিত হয়।