সিউড়ি ১: পুরনো রীতি মেনে কাঁধে করে কালি প্রতিমাকে নিয়ে বিসর্জনের আগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করিধ্যা গ্রামে
Suri 1, Birbhum | Oct 21, 2025 সিউড়ির এক নম্বর ব্লকের অন্তর্গত করিধ্যা গ্রামে পুরনো রীতি মেনে কাঁধে করে কালী প্রতিমাকে নিয়ে বর্ণনাট্য শোভাযাত্রার আয়োজন বিসর্জনের আগে। মঙ্গলবার দিন রাত্রে বেলায় এমনটাই ছবি ধরা পড়েছে।