দেগঙ্গা: টোটোতে যাত্রী তোলাকে কেন্দ্র করে অটোচালককে মারধরের অভিযোগ উঠল বহিরাগত কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে
এক অটোচালক কে মারধরের অভিযোগ উঠল একজন ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার ব্যালেন্স নটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের জগদীশচন্দ্র পলিটেকনিকের সামনে টাকি রোডে। চালককে মারধোর করার প্রতিবাদে প্রায় ঘন্টা তিনেক ধরে অটো চলাচল বন্ধ করে দেয় চালকরা। বেলা একটা নাগাদ ফের অটো চলাচল শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকাল ন'টা নাগাদ একটি অটো দেগঙ্গা থেকে বেড়াচাপার দিকে যাচ্ছিল। সে সময় একটি টোটো তার গাড়িতে যাত্রী তোলে। এই ঘটনাকে কেন্দ্র করে বেড়াচাঁপা জগদীশচন্দ্