BLO-কে মারধরের অভিযোগ, পথ অবরোধ করে বিক্ষোভ BLO-দের। ঘটনা মুর্শিদাবাদের খড়গ্রামে। বৃহস্পতিবার খড়গ্রাম ব্লকের ৫৬ নম্বর বুথের বুথ লেভেল অফিসার (BLO) তাপস পালকে মারধর করার প্রতিবাদে একযোগে পথে নামেন BLO-রা। রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় BLO-দের মধ্যে অসন্তোষ বাড়ছিল, তারই বহিঃপ্রকাশ দেখা গেল খড়গ্রামে। বৃস্পতিবার বিকেলে জানা গিয়েছে, ঘটনার প্রতিবাদে প্রায় ২৪৪ জন BLO পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।