ক্যানিং ১: বেতবেরিয়ায় বাইকের ধাক্কায় জখম পথচারী
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারিকে ধাক্কা দ্রুতগতির বাইকের। সোমবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার বেতবেরিয়ায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন হায়দার আলি নামে ঐ পথচারি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেছেন চিকিৎসার জন্য। গত কয়েকদিন ধরে লাগাতার বাইক দুর্ঘটনার ঘটছে যা চিন্তায় ফেলেছে প্রসাশনকে।