কাঞ্চনপুর: আবারও জম্পুই পাহাড়ে ভয়াবহ ধস! পর্যটক আটকে, যান চলাচল বন্ধ
আবারও জম্পুই পাহাড়ে ভয়াবহ ধস! পর্যটক আটকে, যান চলাচল বন্ধ!জম্পুই পাহাড়ে ফের নেমে এলো প্রাকৃতিক বিপর্যয়। বুধবার রাতভর টানা বর্ষণের জেরে বৃহস্পতিবার সকালে জম্পুই রোডের জলপ্রপাত সংলগ্ন এলাকায় বড়সড় পাহাড়ি ধস নামে। বিপুল পরিমাণ মাটি ও পাথর রাস্তার উপর নেমে আসায় সকাল থেকেই ওই পথে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।পাহাড় দর্শনে আসা বহু পর্যটক ধস কবলিত এলাকায় আটকে পড়েন। ফলে দীর্ঘ গাড়ির লাইন তৈরি হয়েছে রাস্তাজুড়ে।