হাড়োয়া: এগারো কেজি নিষিদ্ধ শব্দবাজি সহ এক যুবককে গ্ৰেফতার করল হাড়োয়া থানার পুলিশ
তন্ময় গাইন নামে এক যুবককে নিষিদ্ধ শব্দবাজি বিক্রির অভিযোগে গ্রেপ্তার করল হাড়োয়া থানার পুলিশ। উদ্ধার এগারো কেজি নিষিদ্ধ শব্দবাজি।গতকাল গোপন সূত্রে খবর পেয়ে হাড়োয়া বাজার এলাকা থেকে তন্ময় গাইন কে আটক করে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে প্রচুর পরিমাণে শব্দ বাজি উদ্ধার করেছে হাড়োয়া থানার পুলিশ।রবিবার দুপুর বারোটা নাগাদ তাকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।