ঘটনাটি সুন্দরবন লাগোয়া কুলতলির মেরিগঞ্জ 2 নম্বর অঞ্চলের কৈলাস নগর এলাকার। কই না বালিকার বাবা-মা কলকাতায় থাকেন আর মেয়ে মামার বাড়িতে কুলতলিতে থাকতো। গতকাল থেকে না পেয়ে কুলতলী থানার দারস্থ হন ওই নাবালিকার পিতা-মাতা । আজ রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনুন তাদের কথা।