পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের সইফুল্লাচকের একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। সর্বত্র জানিয়েও কোন সুরাহা মেলে নি। ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম-১পঞ্চায়েত সমিতি বজেপি দখলের পর পঞ্চায়েত সমিতির দারস্ত হন এলাকার বাসিন্দারা। পঞ্চায়েত সমিতির অর্থে রাস্তাটি নির্মাণের সূচনা হওয়ায় পঞ্চায়েত সমিতি সহ ব্লক প্রশাসন কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন BJP-২মন্ডলের সহ সভাপতি মনোজ দেবতা। তিনি বলেন সইফুল্লাচকে যেহেতু BJPর ভোট বেশি তা