বিগত বেশ কিছু বছর ধরে রাজ্য জুড়ে চলছে এন্টি টোবাকো প্রোগ্রাম মূলত তামাকজাত দ্রব্য বিক্রি এবং সেবন করার জন্য বেশ কিছু নিয়ম-নীতি জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকারের নিয়ম নীতিকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে রম জমিয়ে চলছে খৈনি এবং গুটকা বিক্রি। আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকাল চারটে নাগাদ ভাঙ্গড়ের একাধিক স্কুলের সামনে অ্যান্টি টোবাক অ্যাওয়ারনেসের অভিযান চালানো হয় স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের তরফ থেকে। সরকারি নিয়ম না ম