দুবরাজপুর: অনুব্রত মণ্ডলের জাদু! দুবরাজপুর পৌরসভার জট মিটে গেল এক বৈঠকেই
দুবরাজপুর পৌরসভার ৫০ বছর পূর্তি অনুষ্ঠান ঘিরে চলা জটিলতার অবসান ঘটল অনুব্রত মণ্ডলের হস্তক্ষেপে। মঙ্গলবার বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জেলা আহ্বায়ক অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে গঠিত হয় সাতজনের একটি কমিটি, যারা পৌরসভার কার্যভার সামলাবে। এই কমিটির কনভেনার করা হয়েছে কাউন্সিলর মানিক মুখার্জীকে। অন্যান্য সদস্যরা হলেন পৌরপ্রধান পীরুশ পান্ডে, উপ-পৌরপ্রধান মির্জা শওকত আলি, কাউন্সিলর শেখ নাজীরুদ্দিন, সাগর কুণ্ডু, সনাতন পাল ও বুলটি চক্রবর্তী।