এগরা ১: এগরাতে বাইকের সঙ্গে স্কুটির ভয়ঙ্কর সংঘর্ষ, জখম তিন জন,ঘাতক বাইক চালক পলাতক
পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে দীঘা মোড় ও হসপিটাল মোড়ের মধ্যবর্তী এলাকায় দ্রুত গতিতে আসা একটি বাইকের সঙ্গে স্কুটির ভয়ঙ্কর সংঘর্ষ হয় এই সংঘর্ষে স্কুটি চালক সহ এক শিশু ও এক মহিলা মারাত্মকভাবে জখম হয় তাদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় ঘাতক বাইক চালক একটি পলাতক |