এগরা ১: শিশু মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো এগরা মহকুমা হসপিটালে,১পুলিশ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ শিশুর পরিবারের
পূর্ব মেদিনীপুর জেলার শিশু মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছাড়লো এগরা মহকুমা হসপিটালে অভিযোগ হসপিটাল এর এক পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করেছে শিশুর পরিবারের সদস্যরা |সূত্র জানা গিয়েছে সাত দিন আগে আলং গিরি এলাকার বাসিন্দা তপন প্রধান তার দু মাসের অসুস্থ পুত্র সন্তানকে হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করে আজ সকালে শিশুটির মৃত্যু হয় এরপরেই চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলে মৃত শিশুর পরিবার ও আত্মীয়-স্বজনরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে |