বলরামপুর: বলরামপুর শহরের বাঘমুন্ডি রোডে টোটো উল্টে জখম মহিলা
বলরামপুর শহরের বাগমুন্ডি রোডে ইরিগেশন অফিস সংলগ্ন এলাকায় টোটো উল্টে জখম এক মহিলা। জখম মহিলার নাম লক্ষ্মী সহিস বাড়ি বলরামপুর থানার নেকড়ে গ্রামে।মহিলাকে বাঁশগড় হাসপাতাল থেকে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক।